বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোকে দেওয়া ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি উদযাপনে পুজোর একমাস আগে থেকেই রাজ্য সরকারের উদ্যোগে পথে নামল বর্ণাঢ্য শোভাযাত্রা (Durga Puja Rally)। অথচ শাসক দলেরই এক সাংসদের অনুপস্থিতি সেখানে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার শহরের রাজপথের মিছিলের মুখ ছিলেন স্বয়ং মুখমন্ত্রীই। কিন্তু তাঁর সঙ্গে পা মেলাতে দেখা গেল না অভিনেতা সাংসদ দেবকে (Dev)। বরং একই দিনে পরিবারের সঙ্গে গণেশ চতুর্থী উদযাপনের ছবি পোস্ট করলেন দেব নিজে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ সত্ত্বেও আগেও বেশ কয়েকবার দলের নানা সিদ্ধান্ত নিয়ে নিজের অসন্তোষের কথা প্রকাশ্যে জানিয়েছেন দেব। দুর্গা পুজোর শোভাযাত্রায় অংশ না নিয়েও সেরকমই কোনও বার্তা দিতে চাইলেন কি অভিনেতা সাংসদ? তা এখনও স্পট নয়।
Student Suicide for Loan: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না মেলার অভিযোগ, আত্মঘাতী নার্সিং ছাত্রীর
নিজের কেরিয়ার নিয়ে এখন অবশ্য বেশ ব্যস্ততা তাঁর। সামনেই ছবি রিলিজ, ইতিমধ্যে নতুন ছবির ঘোষণাও হয়ে গিয়েছে।