আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া। কিন্তু অনেকেই ব্যাঙ্কে গিয়ে লাইন দিয়ে লিঙ্ক করানোর সময় পান না। সেক্ষেত্রে বাড়িতে বসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারে।
বাড়িতে বসে কীভাবে আধার কার্ড লিঙ্ক করাবেন?
১. যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২. এরপর অ্যাপটি সাইন ইন করে ফেলতে হবে।
৩. এবার অ্যাপের হোমস্ক্রিনে 'My Account'-এ ক্লিক করতে হবে।
৪. সেখানে 'View/Update Aadhaar Details' অপশনে ক্লিক করতে হবে।
৫. এরপর যে পেজটি খুলবে তাতে নিজের আধার নম্বর দু'বার ভরে সাবমিট করতে হবে।
উপরোক্ত কাজগুলি হয়ে গেলে ব্যাঙ্কের তরফে একটি নোটিফিকেশন আসবে। তাতে বলা থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সফল ভাবে লিঙ্ক করা হয়েছে।