গার্ডেনরিচে (Garden Reach Incident) বহুতল ভেঙে দুর্ঘটনা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে গ্রেফতারের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury)।
গার্ডেনরিচের ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতিকে গার্ডেনরিচ নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভে ফেটে পড়েন অধীর চৌধুরী। তিনি বলেন, "এখনই গ্রেফতার করা উচিত। রমজানের মাসে এতগুলো মানুষের হত্যার জন্য সে দায়ি। ঘাড়ধাক্কা দিয়ে পদ থেকে নামিয়ে দেওয়া উচিত। তদন্ত করা উচিত। গ্রেফতার করা উচিত।"
আরও পড়ুন: হেয়ার স্টাইলের পাশাপাশি ভুরুও কাটলেন! ভাইরাল বিরাটের নয়া লুক