নিয়োগ দুর্নীতির তদন্তে ফের রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজের সঙ্গে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছে তাঁকে।
গত বৃহস্পতিবারই শিক্ষাসচিব মণীশ জৈনকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় সাড়ে ৮ ঘন্টা ধরে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার জেরা চলাকালীন মণীশের কাছ থেকে কিছু তথ্য এবং নথি সম্পর্কে জানা গিয়েছিল।
আরও পড়ুন - রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকলে নাও মিলতে পারে লক্ষ্মীর ভাণ্ডার? মদন মিত্রের মন্তব্যে বিতর্ক
জানা গিয়েছে, সেই সব নথির ব্যাপারেই বিশদে জানতে মণীশ জৈনকে ফের ডেকে পাঠানো হয়েছে। তাঁকে তলব করার পাশাপাশি বিকাশ ভবন থেকেও এই সংক্রান্ত বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে সিবিআই।
সূত্রের খবর, নিয়োগকাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে বেশ কিছু তথ্য পেয়েছে CBI। তবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, তিনি মন্ত্রী থাকলেও নিয়োগ সংক্রান্ত কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতেন না। শিক্ষাসচিব তাঁর কাছে যে ফাইল পাঠাতেন শুধুমাত্র সেখানে তিনি সই করতেন। এরপরেই শিক্ষাসচিবকে তলব করে সিবিআই।