New Year 2025 : থার্টিফাস্ট নাইটে নতুন শো 'ডিজে ট্রাফিক কপস', এই ভুল করলে আপনিও হতে পারেন অতিথি

Updated : Dec 31, 2024 18:28
|
Editorji News Desk

বর্ষবরণের রাত মানেই উৎসবের রাত। এদিন ছোট, বড় সকলেই মেতে ওঠেন দেদার হইহুল্লোড়ে। এমন দিনে কিন্তু অনেকেই বেপরোয়া হয়ে ওঠেন। ভেঙে ফেলেন ট্রাফিক আইন। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালান, কেউ আবার হেলমেট না পরেই বাইক নিয়ে বেড়িয়ে পড়েন। কেউ আবার সিগন্যাল লাল থাকলেও দুটো মিনিট অপেক্ষা করতে চান না। তাঁদের জন্যই এবার বিশেষ 'শো'য়ের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। যা আবার ফলাও করে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া। 

কী জানিয়েছে কলকাতা পুলিশ? 

কলকাতা পুলিশের তরফে ওই পোস্টে জানানো হয়েছে, নিউ ইয়ার ইভ বা বর্ষবরণের রাতে একটি স্পেশাল পারফর্মম্যান্সের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ। আয়োজনটির নাম হল, 'ডিজে ট্রাফিক কপস, কলকাতা'। এই শো-তে নাকি বিনামূল্যে আসবে পারবেন কিছু 'বিশেষ অতিথি'। 

কারা এই অতিথি? জানানো হয়েছে বিপজ্জনকভাবে যারা গাড়ি চালাবেন, কিংবা মদ্যপান করে গাড়ি চালাবেন অথবা ট্রাফিক সিগন্যাল ভাঙছেন, হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাঁরাই হবেই এই শো'য়ের অতিথি। সারা রাত ব্যাপী এই 'অনুষ্ঠান' চালাবে কলকাতা পুলিশ। গোটা কলকাতা পুলিশের এলাকাতেই চলবে এই 'অনুষ্ঠান'। 

একই সঙ্গে জারি করা হয়েছে সতর্কবার্তাও। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, 'আমাদের অতিথি না হওয়ারই চেষ্টা করুন'। মজার মোড়কের এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে পুলিশ মানে রসিকতার পাশাপাশি ১৬ আনা কঠোরতাও রয়েছে কিন্তু। যে পোস্টের কমেন্ট বক্সে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা।

বর্ষবরণের রাতে শহরের বিভিন্ন প্রান্তে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জনবহুল জায়গাগুলিতে অতিরিক্ত পুলিস মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ক স্ট্রিট, ধর্মতলা এলাকায় ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা।  বর্ষশেষ ও নতুন বছরে দায়িত্বে রয়েছেন ৪৫০০-র বেশি অফিসার ও কর্মী।

Kolkata Police

Recommended For You

editorji | লোকাল

Malda Murder: নেতা খুনের পর কোন গলি দিয়ে পালাতে হবে? ১০ দিন ধরে মালদা রেইকি দুষ্কৃতীদের 

editorji | লোকাল

Mamata Banerjee: প্রাথমিকে চালু হবে না সেমিস্টার পদ্ধতি, ব্রাত্যকে ধমক দিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

editorji | লোকাল

Weather Update: সকাল থেকেই হিমেল হাওয়া, শিরশিরানি জারি! বঙ্গে জাঁকিয়ে শীত কদ্দিন থাকবে?

editorji | লোকাল

Royal Bengal Tiger: বাংলা কাঁপানো 'জিনাত' এখন আলিপুরের চিড়িয়াখানায়, ঘরে ফেরা হবে না বাঘিনীর?

editorji | লোকাল

Mobile Recharge: কম খরচেই মোবাইল রিচার্জ, পদক্ষেপ TRAI-এর