নতুন বছর উপহার দিয়েছে শীতের আমেজ। ডিসেম্বরেও শীতের দেখা ছিল না এ রাজ্যে। তবে নতুন বছরের শুরুর দিন থেকেই আবহাওয়া বেশ খানিকটা কুল। বছরের দ্বিতীয় দিনেও সকাল থেকেই হুহু করে ঠান্ডা হাওয়া দিচ্ছে। শিরশিরানি বয়ে যাচ্ছে শরীরময়। সকালের দিকে ধোঁয়াশা এবং কুয়াশার জেরে দৃশ্যমানতাও কম ছিল।
তবে এই ঠান্ডা খুব বেশি দিন স্থায়ী হবে না। এই দুঃসংবাদও আগেই দিয়ে দিয়েছে হাওয়া অফিস। সপ্তাহ শেষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে যদিও ফের ঠান্ডার দফারফা হতে পারে। তাই এই কদিন চুটিয়ে ঠান্ডা উপভোগ করে নিন।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ কলকাতার তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। আজ বৃহস্পতিবার কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।