একেবারে উৎসবের মেজাজ। পথ চলতি মানুষকে গুড় বাতাসা বিতরণ করছেন বিধায়ক। উদযাপনের কারণ? একটু আগেই গরু পাচারকাণ্ডে অনুব্রত মন্ডলের গ্রেফতারির খবর এসেছে। খুশির কারণ, সেটাই। ঢাক বাজিয়ে আসানসোলে গুড়-বাতাসা-নকুল দানা বিলি করতে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)।
সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের দোর্দ্যন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Arrested)। বৃহস্পতিবার তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।
Anubrata Mondal: 'চড়াম চড়াম' থেকে 'গুড় বাতাসা, 'শুঁটিয়ে লাল', বঙ্গ রাজনীতিতে হিট একের পর এক 'অনু'কথন
গরুপাচার মামলায় (Scatle Smuggling) তাঁকে গত দেড় বছরে ১০ বার তলব করে সিবিআই (CBI)। একবার কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দিলেও বারবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান অনুব্রত মণ্ডল। সোমবার কলকাতা গেলেও নিজাম প্যালেসের পথে যাননি তিনি। এসএসকেএম হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফিরে যান বোলপুর। এরপরই অনুব্রতের কলকাতার বাড়িতে ও বোলপুরের বাড়িতে চিঠি পাঠায় সিবিআই। জানিয়ে দেওয়া হয়, বুধবার হাজিরা না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল নেতার বাড়িতে। কিন্তু বুধবারও হাজিরা দেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।