উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের আগে বাংলার (West Bengal) মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করতে চান সমাজবাদী পার্টির (Samajwadi Party) নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav)।
সাংবাদিক বৈঠকের পাশাপাশি মমতাকে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে বিশেষ কর্মীসভাও করাতে আগ্রহী সমাজবাদী পার্টির প্রধান। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার কলকাতায় আসছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টির গুরুত্বপূর্ণ নেতা কিরণময় নন্দ।
কিরণময় বামফ্রন্ট আমলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। মুলায়ম যাদবের অত্যন্ত আস্থাভাজন এই বঙ্গসন্তান অখিলেশের 'দূত' হিসাবেই কলকাতায় আসছেন। বিকাল সাড়ে চারটে নাগাদ তিনি কালীঘাটে মমতার সঙ্গে বৈঠক করবেন।
উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তাদের সঙ্গে বিএসপি বা কংগ্রেসের জোট হয়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে বিজেপিকে হারিয়েছেন মমতা। সে সময় তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন অখিলেশ। এবার নিজের দুর্গে মমতাকে চান তিনি।