রাজ্যে আরও একটি অসামরিক বিমানবন্দরের (Civil Aviation) পরিকল্পনা। এই বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সবুজ সংকেত দিয়েছে। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা (John Barla)।
আলিপুরদুয়ারের (Alipurduar) হাসিমারায় সামরিক বিমানঘাঁটি আছে। সেটাকেই সম্প্রসারিত করে অসামরিক বিমানবন্দর হিসেবেও ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এজন্য রাজ্য সরকারের কাছে জমিও চেয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। জন বার্লা জানান, মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়েছেন তাঁকে।
প্রসঙ্গত হাসিমারা সামরিক বিমানঘাঁটি বর্তমানে বায়ুসেনার অধীনে। এখানকার রানওয়ে ২৭.৪০ মিটার লম্বা ও ৪৫ মিটার চওড়া। সূত্রের খবর, পরিকাঠামো তৈরি করতে রাজ্যের থেকে ৩৭.৭৪ একর জমি চাওয়া হয়েছে। এই জায়গায় সিভিল এনক্লেভ তৈরি হবে। এ-৩২০ এয়ারক্রাফট ওঠানামা করতে পারবে এই বিমানবন্দরে।
আরও পড়ুন: বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, কর্মসমিতির বৈঠকে দাবি অমিত শাহের, নজরে আরও রাজ্য
রাজ্য সরকার জমি দিলেই বিমানবন্দরের কাজ শুরু হয়ে যাবে। এই খবরে উচ্ছ্বসিত জেলার মানুষ। পর্যটন ব্যবসায়ীদের কাছেও খুশির খবর। ডুয়ার্সে পর্যটন আরও বাড়বে বলে আশাবাদী অনেকেই। তাতে জেলার আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতি হবে। উত্তরবঙ্গের মানুষ বর্তমানে মূলত বাগডোগরা বিমানবন্দরের ওপর নির্ভরশীল। আলিপুরদুয়ারে বিমানবন্দর হলে ভুটান, অসম, কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষের অনেকটাই সুবিধা হবে।