বারাণসীর জ্ঞানবাপী মসজিদে পুজো করা নিয়ে মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিল ইলাহাবাদ হাইকোর্ট। ওই নির্দেশে আদালত জানিয়েছে, জ্ঞানবাপীর তহখানায় পুজো চালিয়ে যেতে পারবেন হিন্দুরা।
জ্ঞানবাপী মসজিদে পুজো
নিম্ন আদালতের তরফেও জ্ঞানবাপী মসজিদে পুজো করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইলাহাবাদ আদালতে মামলা দায়ের করে মসজিদ কমিটি।
সোমবার সকালে শুনানি
সোমবার সকালে ওই মামলাটির শুনানি হয় বিচারপতি রোহিতরঞ্জন আগরওয়ালের একক বেঞ্চে। শুনানি শেষে পুজো চালিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
মুসলিম পক্ষের তরফে অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমটির তরফে নিম্ন আদালতের দেওয়া নির্দেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে মামলা করে। তারা মসজিদের তহখানায় পুজো করা নিয়ে আপত্তি তোলে।