ফের নিয়োগ দুর্নীতির (Scam) অভিযোগ! এবার তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে। আদালতে জমা দেওয়া অতিরিক্ত হলফনামায় অভিযোগ করলেন মামলাকারীরা।
অতিরিক্ত হলফনামায় উল্লেখ করা হয় যে, সমবায়মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠের বোন, পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো, ব্যাঙ্কের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপো, ব্যাঙ্কের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপো-সহ ব্যাঙ্কের কর্তাব্যক্তিদের ঘনিষ্ঠ আত্মীয়রাও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে চাকরি (Job) পেয়েছেন।
আরও পড়ুন: বিলকিস মামলায় গুজরাত সরকারকে নোটিস শীর্ষ আদালতের
মাত্র ৫২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার মধ্যে এখনও পর্যন্ত ১৩৪ জন নিযুক্ত হয়েছেন বলে অভিযোগ। আবেদন না করে এবং মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও অনেকে চাকরি পেয়েছেন বলে মামলাকারীদের দাবি।
২০২১ সালে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে, অতিরিক্ত হলফনামা দাখিল করে নতুন অভিযোগ জানানো হয়েছে। হলফনামায় উল্লেখ করা হয়েছে, কো-অপারেটিভ সার্ভিস কমিশনকে বাদ দিয়েই, ২ দফায় তমলুক-ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে নিয়োগে অনুমোদন দেন মন্ত্রী অরূপ রায়। যা নিয়ম বিরুদ্ধ বলে দাবি মামলাকারীদের।