বাংলায় কেন্দ্রীয়মন্ত্রী গাড়ির উপর হামলার অভিযোগ। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের গাড়ি লক্ষ করে ইট-বোমা মারার অভিযোগ। কোচবিহারের বুড়িরহাট এলাকার ঘটনা। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সে সময় উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়।
এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের অভিযোগ, বাংলায় এখন গুন্ডারাজ চলছে। বাংলার মানুষ দেখুক, রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীরাও নিরাপদ নন। নিশিথের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের দাবি, সবটচাই নিশিথের নাটক।
দিন কয়েক আগেও নিশিথের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অবশ্য গ্রেফতার করা হয়েছিল বিজেপি কর্মীদের।