কোচবিহার মারুগঞ্জ বাজারে এক দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ। বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ দোকানের শাটার বন্ধ করছিলেন ওই ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেইসময়ই পিছন থেকে ওই ব্যবসায়ীকে অতর্কিতে ধারালো অস্ত্র দিয়ে এক যুবক কোপ বসায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি জখম ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃত ব্যবসায়ীর নাম সজল সাহা।
Loksabha Election 2024 : লোকসভায় ৫০ আসনে লড়বে সিপিএম, গত পঞ্চাশ বছরে সবথেকে কম !
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। কী কারণে ওই ব্যবসায়ীর উপর হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।