সোমবার সকালে পথ দুর্ঘটনার কবলে হাওড়াগামী বাস। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে প্রায় ৬০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস। উল্টোদিক থেকে আসা এক মালবাহী ডাম্পারে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ঘটনার জেরে একাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যেই প্রায় ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে দাসপুর থানা চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলেই খবর। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে এলাকায় যান দাসপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল বাসটি। প্রায় ৬০ জন যাত্রীর মধ্যে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও ছিলেন। চাঁদপুর এলাকায় একটি পেট্রোল পাম্পের কাছে এসে 'বেপরোয়া' ডাম্পারের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। আহত যাত্রীদের মধ্যে ১৫ জনকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর থেকেই ফেরার ওই ডাম্পারের চালক।
আরও পড়ুন- SSC Scam Arrest : সিবিআই জালে তাপস, গুণ ফাঁস করলেন একদা কর্মী মৌসুমি কয়াল