নভেম্বরেই রাজ্যে আসছেন মোদী-শাহ। মাসের শুরুতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষদিকে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কলকাতায় একটি বৈঠকে যোগ দিতে আসছেন শাহ। অন্যদিকে, প্রধানমন্ত্রী আসবেন 'নমামি গঙ্গে' কর্মসূচি উপলক্ষ্যে। সূত্রের খবর, দুটি বৈঠকেই হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, নভেম্বরের ৫ তারিখ কলকাতায় পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকেই থাকবেন পরিষদের ভাইস চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহ-সাক্ষাতের পাশাপাশি সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে নীতিশ কুমারেরও।
অন্যদিকে, 'নমামি গঙ্গে' কর্মসূচি উপলক্ষ্যে নভেম্বরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, দিল্লিতে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী সাক্ষতের পর ফের একবার কলকাতায় তাঁদের দেখা হবে বলেই খবর।
নভেম্বর মাস জুড়ে ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তিনি ২ নভেম্বর চেন্নাই যাবেন রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে। সেখানেই তাঁর সঙ্গে দেখা হওয়ার কথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনের। সেখান থেকে ফিরেই শাহ-মমতা সাক্ষাত হওয়ার কথা।