শুধু হিন্দি নয়, এবার বাংলাতেও মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ মিলবে । এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । মোদী সরকার হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, গুজরাতি, বাংলার মতো আঞ্চলিক ভাষায় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং পড়ানোর বিষয়ে উদ্যোগী হয়েছে । এই উদ্যোগকে বাস্তবায়িত করার কাজ শুরু হয়ে গেল মধ্যপ্রদেশ থেকে । শিবরাজ সিংহ চৌহানের নেতৃত্বে মধ্যপ্রদেশ সরকার হিন্দিতে অনূদিত মেডিক্যাল বইয়ের উদ্বোধন করল । সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখানেই তিনি জানালেন, হিন্দি-র পাশাপাশি, বাংলা, তামিল-সহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা করা যাবে ।
অমিত শাহ জানিয়েছেন, ইতিমধ্যেই অন্যান্য ভাষায় বই অনুবাদের কাজ শুরু হয়েছে বিভিন্ন রাজ্যে । স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এখনও পর্যন্ত ১০টি রাজ্য তামিল, তেলুগু, মরাঠি, বাংলা, মালয়ালম ও গুজরাতি ভাষায় ইঞ্জিনিয়ারিং কোর্সের বই অনুবাদ শুরু করেছে । স্থানীয় ভাষায় পড়াশোনা করার বিষয়ে শাহ বলেন, "দেশের ছাত্রছাত্রীদের আর ইংরেজি ভাষাটা না-জানা নিয়ে হীনম্মন্যতা থাকবে না । তাঁরা নিজের ভাষায় গর্বের সঙ্গে পড়াশোনা করতে পারবেন ।" উল্লেখ্য, এদিন শাহ মধ্যপ্রদেশে এমবিবিএস প্রথম বর্ষের অ্যানাটমি, মেডিক্যাল বায়োকেমিস্ট্রি ও মেডিক্যাল ফিজ়িয়োলজির হিন্দিতে অনুবাদ করা বই উদ্বোধন করেন । জানা গিয়েছে, গত ২৩২ দিন ধরে ৯৭ জন বিশেষজ্ঞ গান্ধী মেডিক্যাল কলেজে জাতীয় শিক্ষানীতির অনুসরণে বইগুলি অনুবাদের কাজ করেছেন । তাঁরা জানাচ্ছেন, বইগুলি খুব সহজ ভাষাতেই লেখা হয়েছে । বিভিন্ন পারিভাষিক শব্দ ইংরেজি উচ্চারণ অনুসরণ করে হিন্দিতে লেখা হয়েছে ।
যদিও, এই আঞ্চলিক ভাষা বই উদ্বোধন নিয়ে নানা প্রশ্ন উঠছে । শিক্ষকরা বলছেন, ঘুরিয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার জন্যই অন্য ভারতীয় ভাষার কথা বলছেন শাহ । তাঁদের মতে, বাংলা-সহ স্থানীয় ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো খুব বাস্তবসম্মত নয় । অনেকে বলছেন, পড়ুয়াদের চিকিৎসাবিদ্যা অর্জনের পরিসর অনেকটা সীমাবদ্ধ হয়ে যাবে । বিষয়টি ভালভাবে দেখছে না বিরোধী রাজনৈতিক দলগুলো । তৃণমূলের জাতীয় মুখপাত্র সাংসদ সুখেন্দুশেখর রায় প্রশ্ন তুলেছেন, ভারতে এই ব্যবস্থা চালু করতে গেলে কতগুলি ভাষায় ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে, সে সম্পর্কে কি তাঁদের কোনও ধারণা আছে ? অন্যদিকে, সুজন চক্রবর্তীর বক্তব্য,মাতৃভাষায় শিক্ষা ভাল ব্যবস্থা। তবে,সরকারি যোগাযোগের মাধ্যম হিসেবে শুধু হিন্দিকে চাপিয়ে দিলে সমস্যা তৈরি হবে ।