পঞ্চায়েত ভোটের দামামা বেজে উঠতেই রাজ্যে আসছেন অমিত শাহ(Amit Shah's Bengal Visit)। বিজেপির সর্বভারতীয় স্তরের এই নেতা আগামী মার্চেই আসতে পারেন বাংলায়। উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ থেকে ঘুরে গিয়েছেন জেপি নাড্ডা(JP Nadda will be in Bengal)। তারপর আবার আগামী রবিবারই রাজ্যে এসে কাঁথি-কাটোয়ায় সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তবে সরকারিভাবে কিছু না জানানো হলেও আগামী এপ্রিল-মে মাসেই হতে পঞ্চায়েত ভোট(West Bengal Panchayet Election 2023)। তার আগেই নাড্ডা-শাহের এই রাজ্যসফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজেপি রাজ্য দফতর(BJP West Bengal) সূত্রে খবর, শাহ-নাড্ডা জুটিকে দিয়ে অন্তত ১৪টি করে সভা করাতে বঙ্গ বিজেপি। মার্চে অমিত শাহ রাজ্যে এসে জন-সম্পর্ক যাত্রার সূচনা করবেন। প্রসঙ্গত, গত বিধানসভা(West Bengal Assembly Election 2021) নির্বাচনেও শাহ-নাড্ডা জুটিতে ভরসা রেখেই এগিয়েছিল বঙ্গ বিজেপি। সেবারও লড়াইয়ের নীল নকশা বাতলে দেন তাঁরা। আর তাই পঞ্চায়েত ভোটের(West Bengal Panchayet Election 2023) মতো বড় লড়াইয়ের আগে পোড়খাওয়া এই জুটির উপরই ভরসা রাখতে চাইছেন সুকান্ত-শুভেন্দুরা।
আরও পড়ুন- Howrah News: নেশা করার সময় নিরাপত্তারক্ষীদের তাড়া, ভয়ে গঙ্গায় ঝাঁপ দিতেই তলিয়ে গেলেন এক যুবক