বুধবার হোলির দিন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে রং খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক প্রাক্তন ছাত্রের।নিহতের নাম আসিফ মণ্ডল। গত বছরই বিশ্বদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন তিনি। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
সূত্রের খবর, বুধবার বিকেলে ঝিলপাড়ে পাঁচ বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন ওই প্রাক্তন ছাত্র। খেলছিলেন দোলও।- ওই সময়ই তখনই মুখ ধুতে গিয়ে জলে পড়ে যান। প্রায় চল্লিশ মিনিট ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর ছাত্রছাত্রীরাই কর্তৃপক্ষকে ঘটনার কথা জানান।
পুলিশ বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে অকুস্থলে যায়। তাঁরাই ঝিলে নেমে বিকেল ৪টে ২০ নাগাদ উদ্ধার করে ওই প্রাক্তন ছাত্রকে।
বুধবার এর পরই আসিফের অচেতন দেহ পুলিশের অ্যম্বুল্যান্সে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেছে।