মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর চাকরি পেয়েছিলেন ববিতা সরকার । মঙ্গলবার তাঁরও চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ববিতার জায়গায় চাকরি দেওয়া হচ্ছে অনামিকা বিশ্বাস রায়কে । হাইকোর্টের রায়ে খুশি অনামিকা । তিনি আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, আজ সবথেকে খুশির দিন । কোনওদিন আশাহত হননি তিনি । চাকরিটা যে তিনি পাবেন, সেই বিশ্বাস ছিল অনামিকার । বিচারপতি গঙ্গোপাধ্যায়, আইনজীবী-সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি । অন্যদিকে, আদালতের রায়ে ভেঙে পড়েছেন ববিতা ।
অনামিকা বলেন, 'এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে খুশির দিন। খুব আনন্দ হচ্ছে। একজন চাকরিপ্রার্থীর কাছে চাকরি পাওয়ার চেয়ে ভাল খবর তো আর কিছু হয় না । আমি আশা রাখছি, সকল যোগ্য এবং বঞ্চিত চাকরিপ্রার্থী এক দিন চাকরি পাবেন।'
কীভাবে ববিতার চাকরি পেলেন তিনি ?
অনামিকার অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। যার ফলে তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ বেড়ে গিয়েছে। সেখান থেকেই তৈরি হয়েছে যাবতীয় জটিলতা। অনামিকার দাবি ছিল, ববিতার ক্রমতালিকায় পিছিয়ে গেলে প্রথম ২০ জনের মধ্যে উঠে আসবে তাঁর নাম। ফলে চাকরি তাঁরই পাওয়ার কথা ছিল।