দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে নানা দল নানা রকম উদ্ভাবনী কৌশল নেয়, তা বলে কন্ডোম! হ্যা ভোটের প্রচারে কন্ডোমকে হাতিয়ার করল দুই যুযুধান রাজনৈতিক দল।
অন্ধ্রপ্রদেশেের ক্ষমতাসীন ওয়াই এস আর কংগ্রেস এবং বিরোধী তেলেগু দেশম পার্টি- যুযুধান দুপক্ষই নিজেদের প্রতীক সহ কন্ডোম ব্যবহার করছে রাজনৈতিক প্রচারে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ব্যাক্তি বাড়ি বাড়ি গিয়ে লোকসভা নির্বাচনের প্রচার করছেন। সেই সঙ্গে বিলি করছেন দলীয় প্রতীক সহ কন্ডোম।
তবে দুপক্ষই কন্ডোম নিয়ে রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে একে অন্যকে আক্রমণ করেছে। ওয়াই এস আর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, 'টিডিপি আর কত নিচে নামবে! এরপর কি তারা ভায়াগ্রা বিলি করবে?'
পাল্টা দিয়েছে টিডিপি-ও। তারাও ওয়াই এস আর কংগ্রেসের লোগো-সহ কন্ডোমের প্যাকেটের ছবি শেয়ার করেছে।