আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) প্রাক্তন ছাত্র আনিস খানের (Anis Khan) হত্যাকে কেন্দ্র করে কার্যত তোলপাড় রাজ্য। শনিবারের পর রবিবারও দিনভর বিক্ষোভের ডাক দিয়েছেন ছাত্রছাত্রীরা।
এই ঘটনার পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। দলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। সরকার বিষয়টি খতিয়ে দেখবে। পশ্চিমবঙ্গে এরকম হয় না।
বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikary) পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, রাজ্যে সব ধরনের বিরোধী স্বর দমন করা হচ্ছে।
আরও পড়ুন: Anis Khan: আনিস খানের হত্যার বিচার চেয়ে উত্তাল রাজ্য, রাজপথে বিক্ষোভ পড়ুয়াদের
সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম জানিয়েছেন, স্বাধীনতার পরে আজ পর্যন্ত কোনও ছাত্রনেতাকে এমন নৃশংস ভাবে খুন করা হয়নি। আনিস তৃণমূল বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিলেন বলেই এই হত্যা।