আনিস খান হত্যা মামলায় (Anish Khan Murder Case) বিস্ফোরক অভিযোগ করলেন দুই ধৃত পুলিশকর্মী। তাঁদের 'বলির পাঁঠা' করা হচ্ছে বলে দাবি ওই দু'জনের। তাঁরা জানিয়েছেন, আমতা থানার ওসির নির্দেশেই গিয়েছিলেন আনিসের বাড়িতে।
আনিস খান হত্যা মামলায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা SIT। ধৃত দু'জনেই আমতা থানায় কর্মরত। আনিস খানের মৃত্যুর ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন। তাঁরা বৃহস্পতিবার বলেন, "আমাদের বলির পাঁঠা করা হচ্ছে। আমরা কিছু জানি না৷ আমরা ওসির নির্দেশে গিয়েছিলাম।"
আরও পড়ুন: 'প্রয়োজনের তুলনায় বেশি সক্রিয়', আনিস খান হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যপাল
বুধবার রাজ্য পুলিশের ডিজিপি জানিয়েছেন, আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এবার দু'জনকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের কাছে তদন্তে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি।
ডিজিপি বুধবার আরও, পরিবার তদন্তে সাহায্য করলে ১৫ দিনের মধ্যে সব রহস্য উদঘাটিত হবে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি। ধৃত দুই পুলিশকর্মীকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়।