এক সপ্তাহ যেতে না যেতেই ফের মাল নদীতে ফিরে এল হড়পা বান। শনিবার বিকেলের এই বানে যদিও কোনও হতাহতের খবর মেলেনি। তবে জলের তোড়ে ভেসে গিয়েছে বেশ কিছু দোকান ঘর। উল্লেখ্য, এই মাল নদীতেই দশমীর দিন আচমকা হড়পা বানে ভেসে যায় বহু মানুষ। মৃত্যু হয় প্রায় ৮ জনের। সেই দগদগে স্মৃতি মুছতে না মুছতেই ফের বান এল নদীতে।
জানা গিয়েছে, শনিবার বিকেলে আচমকা গরুবাথানের চেলখোলাতে হড়পা বান আসে। চেলখোলার বেশ কয়েকটি দোকানে জল ঢুকে ভাসিয়ে নিয়ে যায় জিনিসপত্র। মূলত, কালিম্পং এলাকায় টানা বৃষ্টির কারণে ফের জলস্তর বেড়ে হড়পা বান এসেছে। শিলিগুড়ি-মালবাজারগামী ৩১নং জাতীয় সড়কও প্রায় জলের তলায়। এমনকি, স্রোত বেশি থাকার কারণে প্রায় দু’ঘণ্টা ধরে বন্ধ থাকে যান চলাচল।
আরও পড়ুন- Transport Department: পুজোতে রেকর্ড আয় রাজ্যের পরিবহণ দফতরের, পরিকল্পনা সফল হওয়ায় খুশি আধিকারিকরাও
উল্লেখ্য, গত বুধবার রাতে জলপাইগুড়ির (Jalpaiguri Mal Flash Flood) মাল নদীতে বিসর্জন চলছিল। মায়ের ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় করেছিলেন অনেকেই। কিন্তু, সেইসময় হঠাৎই নদীর জল ফুলে ফেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই হড়পা বানে ভেসে যান বহু মানুষ। বেশ কিছু জনকে উদ্ধার করা গেলেও চলে যায় ৮টি তরতাজা প্রাণ।