তিনি বোলপুরের ‘শিবশম্ভু’ চালকলের মালিক নন। ওই চালকলের মালিকানা নিয়ে তাঁর কাছে কোনও তথ্যই নেই। সোমবার এমনটাই দাবি, অনুব্রতর ভাগ্নে রাজা ঘোষের। সোমবার সকালে ওই চালকলেই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার আধিকারিকরা।
সোমবার সকালে ‘শিবশম্ভু’ চালকলে হানা দেয় সিবিআই। বোলপুরের বাঁধগড়া এলাকায় ১০-১২ বিঘা জমির উপর রয়েছে ওই চালকলটি। জল্পনা, ওই চালকলটি শিবানী ঘোষ নামে এক মহিলার লিজ নেওয়া। ঘটনাচক্রে, রাজার মায়ের নামও শিবানী ঘোষ। এ নিয়ে অনুব্রতর ভাগ্নের বক্তব্য, ‘‘আমার মা যে ওই চালকলের মালিক, তা আমি প্রথম শুনছি। ওই চালকলের মালিকানা সংক্রান্ত বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।’’
রাজা জানান, ‘‘শিবশম্ভু চালকলের সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। কেউ যদি এই দাবি করে থাকেন, তা হলে তা ভুল। আমি ওই মিলের সঙ্গে যুক্ত নই। আমি জীবনে কোনওদিন ওই মিলে পা দিইনি। ওখানে কী আছে, না আছে, তা আমি জানিই না। ওখানে কেউ দেখেননি আমাকে। আমি একা অনুব্রত মণ্ডলের ভাগ্নে নই। আরও পাঁচ ভাগ্নে আছে।’’ তিনি আরও জানান, ‘‘আমি এবং আমার স্ত্রী পারমিতা মোহনানন্দ রাইস মিলের ডিরেক্টর।’’