"আমি ব্লক সভাপতির পদ থেকে আনারুলকে সরাতেই চেয়েছিলাম। ভোটের রেজাল্ট খারাপ। মানুষের কমপ্লেন আছে। তখন আশিস বন্দ্যোপাধ্যায় বলেন আমি মুচলেকা লিখিয়ে দিচ্ছি। আনারুলকে পঞ্চায়েত পর্যন্ত রাখ"। রামপুরহাট কাণ্ডের পর ফের আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashish Banerjee) বিরুদ্ধে বিস্ফোরক হলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
আরও পড়ুন: বগটুই কাণ্ডে রামপুরহাট মেডিকেল কলেজের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ সিবিআইয়ের
ইতিমধ্যেই সামনে এসেছে সাদা কাগজে হাতে লেখা একটি চিঠি। সেখানে আনারুলকে (Anarul Hossain) দলে রাখার ব্যাপারে সওয়াল করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তাঁর স্বাক্ষরও রয়েছে।
চিঠিটা যে তাঁর লেখা সে কথা মেনে নিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায় (Ashish Banerjee)। তাঁর বক্তব্য, "আমার লেখা ছিল চিঠিটা। কিন্তু, আনারুলকে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত তো প্রেসিডেন্টের"।
এই বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে অনুব্রত'র দিকেই আশিস বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছেন বলে মনে করছে ওয়াকিবহালমহল। এই দুই তৃণমূল নেতার মধ্যে দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল কি না, জল্পনা তা নিয়েও।