তিহাড়যাত্রা ঠেকাতে মরিয়া অনুব্রত মণ্ডল। এবার আসানসোল সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। শুক্রবার বিকেল ৩টেয় এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি, দিল্লি আদালতেও মামলা দায়ের করেছেন অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল। শুক্রবারই এই দুই মামলার শুনানি হবে বলেই খবর।
উল্লেখ্য, বৃহস্পতিবার অনুব্রতর তিহাড় যাত্রা নিয়ে ইডিকে নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অন্যদিকে, এখনও কেন অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হয়নি, তা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের জানতে চায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তারপরই তড়িঘড়ি অনুব্রতকে দিল্লি আনার নির্দেশ দেয় আসানসোলের বিশেষ সিবিআই আদালত।