বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকে আর সেই জাঁকজমক নেই বোলপুর তৃণমূল কার্যালয়ের কালীপুজোয়। থমথমে ভাবে কোনওরকমে পুজোটুকু সারা হয়। এবছর পুজোর জৌলুস আরও যেন ফিকে। প্রতিমাকে সোনার বদলে পরানো হল ইমিটেশনের গহনা।
Kali Puja 2023: দুপুর থেকেই অমাবস্যা, বেলা বাড়তেই উপচে পড়া ভিড় দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে
বোলপুরে তৃণমূল কার্যালয়ের কালীপুজো মানেই কালীর সাজ আলাদা আকর্ষণ রাখে। কিন্তু এবার তাতেই পড়ল ভাটা। প্রতি বছর দাঁড়িয়ে থেকে এই পুজোর দায়িত্ব সামলাতেন বীরভূমের কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল। ২০২১ সালের কালীপুজোয় শোনা যায় আড়াই কোটি টাকার সোনার গয়নায় প্রতিমা সাজিয়েছিলেন অনুব্রত। এখন তিনি নেই সশরীরে, তাই পুজোর আনন্দও খানিক ফিকে।