মুখে রুচছে না ‘চালানি’ মাছ, তাঁর খাবারের পাতে চাই দেশি মুরগির মাংসের ঝোল আর পুকুরের টাটকা মাছ। জেলে বসে এমনই আবদার করছেন গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আসানসোল জেলের বিচারাধীন বন্দির এই আবদার মানা হবে কি না তা নিয়ে বিপাকে পড়েছেন জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, অনুব্রতই নাকি তাঁর পছন্দের দুটি খাবারের আবদার করেছেন সিবিআই আধিকারিকদের কাছে।
আসানসোল বিশেষ সংশোধনাগার সূত্রে খবর, প্রাতরাশে প্রত্যেক কয়েদিকে মুড়ি, চিঁড়ে ও ছাতু দেওয়া হয়। এছাড়া সপ্তাহে দু’তিনদিন ডিম, মাছ এবং মুরগির মাংস দেওয়া হয় সকলকে। জেল হেফাজতের শুরুর দিকে খাবার নিয়ে কোনও সমস্যা ছিল না অনুব্রতর। তবে ইদানীং তাঁর আবদার নাকি বেড়েছে। আবদার অনুযায়ী প্রাতরাশে অনুব্রতকে রুটি ও তরকারি দেওয়া হচ্ছে।
সপ্তাহে দু’-তিন দিন দুপুরে ডিম, মাছ বা মুরগির মাংস থাকে। অনুব্রতকেও তা-ই দেওয়া হচ্ছে। অনুব্রত তাতে যে আপত্তি জানিয়েছেন, তা-ও নয়। তবে সিবিআই-এর কাছে অনুব্রতের আর্জি শুনে বিষয়টি ভেবে দেখার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি জেল সূত্রে খবর, নিরাপত্তা ও শারীরিক অবস্থার কথা ভেবে অনুব্রতের মামলার ভার্চুয়াল শুনানির জন্য বিশেষ সিবিআই আদালতে আর্জি জানিয়েছেন জেল কর্তৃপক্ষ।