"দিদির সঙ্গে রয়েছি। দিদির আশীর্বাদে ভালো আছি।"-তিহার জেল থেকে কলকাতা ফিরে এই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে সরাসরি বোলপুরের নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ বোলপুর পৌঁছন তিনি।
বর্ধমান হয়ে বোলপুর ফেরার পথে মাঝে একবার দাঁড়িয়েছিল অনুব্রতর গাড়ি। সেইসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল নেতা জানান, তিনি আদালতকে সম্মান করেন এবং আইন মেনে চলেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তিনি। বরাবর তাঁর সঙ্গেই থাকবেন।
এদিকে মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা তৈরি হয়েছে, আজই কি তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা হবে অনুব্রত মণ্ডলের? সেই প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভালোবাসেন। শরীর সায় দিলে দেখা করবেন।
এদিকে অনুব্রত মণ্ডল ফিরতেই উৎসবের আমেজ বোলপুরে। নীচুপট্টির বাড়ির সামনে অনুব্রত মণ্ডলের গাড়ি দাঁড়াতেই ফুল ছড়ান তৃণমূল কর্মী সমর্থকরা। তাঁকে দেখার জন্য কয়েকহাজার মানুষ ভিড় করেছেন।
২০২২ সালের সালের ১১ই অগাস্ট গরুপাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। তারপর আসানসোল জেলে বন্দি করে রাখা হয় তাঁকে। তারপর জেরা করতে দিল্লি নিয়ে যাওয়া হয়। এদিকে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব।"