অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) এবং পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) পরস্পরের ‘আত্মীয়’, আদালতে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর (ইডি) (ED)। অর্পিতার জীবনবিমার নথিতে পার্থকে অর্পিতার ‘আঙ্কল’ হিসাবে দেখানো হয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী আধিকারিকেরা।
শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC recruitment scam) অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ ও মডেল-অভিনেত্রী অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকেই ইডি দাবি করে আসছে, পার্থ এবং অর্পিতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আগেই ইডি-র তরফে জানানো হয়েছে অর্পিতার যে ৩১টি জীবনবিমা মিলেছে, তাতে নমিনি হিসাবে পার্থের নাম রয়েছে। বুধবারের শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, জীবনবিমার ওই নথিতেই অর্পিতা পার্থকে নিজের ‘আঙ্কল’ হিসাবে নমিনি করেছেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফোন পরীক্ষা করে জানা গিয়েছে, জীবনবিমার প্রিমিয়ামের বার্তাও পার্থর ফোনেই আসত।
ED Summons Moloy Ghatak: কয়লাপাচার কাণ্ডে ফের মলয় ঘটককে দিল্লি তলব ইডির
পার্থের আইনজীবী সুকন্যা ভট্টাচার্য এ বিষয়ে বলেন, ‘‘জীবনবিমার নিয়ম অনুযায়ী, নমিনি কখনওই সুবিধাভোগী (বেনিফিসিয়ারি) নন।’’
জামিনের আবেদন করে বুধবার তাঁর আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেলের বাড়ি থেকে এখনও পর্যন্ত টাকা বা এলআইসি— কিছুই পাওয়া যায়নি। তদন্তে যে ভুয়ো সংস্থার কথা শোনা যাচ্ছে, তার মালিকানা বা শেয়ারও পার্থের নামে নয়। তা হলে জামিনে আপত্তি কোথায়? যদিও শেষমেশ পার্থকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।