কোটি কোটি টাকার আর্থিক প্রতারণা কাণ্ডে নিজেই যুক্ত তেহট্টের বিধায়কের তাপস সাহা (Tapas Saha)। বুধবার এমনই দাবি, বিধায়কের আপ্ত সহায়ক প্রবীর কয়ালের (Prabir Kayal)। তাঁর দাবি, নিজে টাকা আত্মসাৎ করে তাঁকে ফাঁসিয়েছেন বিধায়ক। গত শুক্রবার আর্থিক প্রতারণার (Money Laundering Case) অভিযোগে প্রবীর কয়ালকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা।
বুধবার সকাল থেকে প্রবীর কয়ালের বাড়ি তল্লাশি চালায় রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার বিশেষ দল। তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় তেহট্ট থানায় নিয়ে আসা হয় প্রবীরকে। সেখান থেকে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। থানা থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ই বিস্ফোরক অভিযোগ তাপস সাহার আপ্ত সহায়ক প্রবীরের। তিনি জানান, "তেহট্টের বিধায়ক তাপস সাহা আমাকে ফাঁসিয়েছেন। নিজে আর্থিক কেলেঙ্কারি করে আমাকে জড়িয়েছেন। আমি যা টাকা তুলেছি, সবই তাপস সাহাকে দিয়েছি।"
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
রাজ্যের দুর্নীতি দমন শাখা প্রবীরকে গ্রেফতাক করার পর, তাঁকে নিজের আপ্তসহায়ক বলে মানতে চাননি তেহট্টের বিধায়ক তাপস সাহা। বিধানসভা এলাকার একজন নাগরিক হিসেবেই প্রবীরকে চিনতেন বলে জানান বিধায়ক। যদিও প্রবীরের দাবি, এলাকার মানুষ জানে, সাত বছর ধরে বিধায়কের আপ্ত সহায়ক ছিলেন তিনি।