মুখ্যমন্ত্রীর নির্দেশে জল্পেশে মন্দিরে আসার সময় শর্ট সার্কিটে জখমদের সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে দেখা করলেন ক্রীড়া ও যুব কল্যান দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস।
সোমবার বিকেলে বাগডোগরা বিমান বন্দরে নেমে সড়ক পথে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন মন্ত্রী। জল্পেশ মন্দিরে আসার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিবার রাতে মৃত্যু হয় দশজনের। জখম হন আরও ১৪ জন।
ইতিমধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। পাঁচজনের চিকিৎসা চলছে হাসপাতালে। মন্ত্রী অরূপ বিশ্বাস সোমবার বিকেলে হাসপাতালে ভর্তি থাকা আহতদের সঙ্গে দেখা করে কথা বলেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে আগামীকাল আর্থিক ক্ষতিপূরণের ঘোষণার কথাও জানান।
মন্ত্রী বলেন," এই ঘটনা শুনে মুখ্যমন্ত্রী খুবই ব্যথিত। তার নির্দেশে জলপাইগুড়িতে এসেছি। সবার সঙ্গে কথা হল। জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। দশজনের মৃত্যু হয়েছে। আজকে জলপাইগুড়ি থেকে কোচবিহারে যাচ্ছি। আগামীকাল মৃতের পরিবারের সঙ্গে দেখা করব। রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে। সরকার সকলের পাশে রয়েছে। "