দত্তপুকুরে (Duttapukur) বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহেই আসানসোলের (Asansol) বার্নপুর থেকে বিপুল বাজি উদ্ধার করল পুলিশ। এই বিপুল পরিমাণে বাজি মজুতের আদেও অনুমতি ছিল কি না তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দত্তপুকুরে বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও একাধিক পদক্ষেপ করা হয়েছে। তার পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশ।
আরও পড়ুন - জমি নিয়ে বিবাদ, প্রতিবেশীর গুলিতে মৃত্যু যুবকের
জানা গিয়েছে, দত্তপুকুরের ঘটনার পরেই খবর পেয়ে বার্নপুরের রামবাঁধ এলাকায় একটি গুদামে তল্লাশি অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে বাজি। পলাতক ওই গুদামের মালিক।