বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত চার। শনিবার ভোর ৫টা নাগাদ মালবাজারের ওদলাবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে বিয়েবাড়ির ওই গাড়িটি। স্থানীয় সূত্রে খবর, বানারহাটের এক বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িতে ফিরছিলেন ৬-৭ জন ব্যক্তি। মালবাজারের ওদলাবাড়ির কাছে রুংডুং এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সজোরে ধাক্কা মারে সেতুর গার্ডওয়ালে। এরপরেই তা নীচের খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান গাড়ির ২ যাত্রী। গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গাড়িচালক সহ অন্যান্যরা।
দুর্ঘটনার খবর পেতেই এলাকায় যান পুলিশ আধিকারিকরা। দ্রুতগতিতে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মোট ৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন- West Bengal weather Update: ফেব্রুয়ারিতে ফের ঠান্ডা? কী বলছে হাওয়া অফিস?
এখনও পর্যন্ত মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে মৃতদের মধ্যে শিলিগুড়ি এবং কলকাতার কয়েকজন আছেন বলেই খবর।