কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় থেকেই হামলা হয়েছে। এমনটাই অভিযোগ তৃণমূল নেতৃত্বের। কনভয়ের পেছনে থাকা বাইক বাহিনীই হামলা চালিয়েছে গ্রামবাসীদের ওপর, অভিযোগ তৃণমূল জেলা সভাপতির। অভিযোগের স্বপক্ষে তিনি সিসিটিভি ফুটেজ হাজির করেন। তবে কনভয়ে বোমা হামলার কথা অস্বীকার করেন জেলা পুলিশ সুপার।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, নিশীথ প্রামাণিকের কনভয়ে কালো পতাকা দেখাতে আসা মানুষদের উপর কনভয় থেকে নেতা-নেত্রীরা হামলা চালায়। ওই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে বিজেপি শিবির। তৃণমূলের আরও অভিযোগ, ঝামেলা পাকাতেই নিশীথ হঠাৎ করেই এই কর্মসূচি নিয়েছেন।
আরও পড়ুন- Nisith Pramanik Convoy Attack: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ, ঘটনায় উত্তেজনা সিতাইয়ে
ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলতে বৃহস্পতিবার সিতাইয়ের নতুনহাটে যাচ্ছিলেন নিশীথ প্রামাণিক। রাস্তায় তাঁর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি সমর্থকরাও। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এরপরই ময়দানে নামে পুলিশ। দু'পক্ষকে সরিয়ে দেওয়া হয়। ফের রওনা দেয় কনভয়।