মোদীর রাষ্ট্রমন্ত্রী থেকে মমতার মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জের এই তৃণমূল বিধায়ক এবার পার্থ চট্টোপাধ্য়ায়ের ছেড়ে যাওয়া তথ্য-প্রযুক্তি দফতরের দায়িত্বে। বুধবার রাজভবনে শপথ নিয়েছেন নতুন মন্ত্রীরা। সন্ধ্যায় তাঁদের দফতর বণ্টন করা হল। নবান্নে থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য়ের নতুন তথ্য-প্রযুক্তি ও পর্যটন দফতর সামলাবেন বাবুল সুপ্রিয়। ফিরহাদ হাকিমের বদলে রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী হুগলির স্নেহাশিস চক্রবর্তী। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের দায়িত্বে রাজ্যের সেচ ও জলসম্পদ দফতর। রাজ্যের নতুন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। প্রয়াত সুব্রত মুখোপাধ্য়ায়ের ছেড়ে যাওয়া পঞ্চায়েতের নতুনমন্ত্রী প্রদীপ মজুমদার। প্রতিমন্ত্রীদের দফতরও এদিন বণ্টন করা হয়েছে। স্বাধীন দায়িত্ব নিয়ে মৎস্য দফতরের প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। ক্ষুদ্র ও কুঠির শিল্প দফতর ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। এবং পরেশ অধিকারীকে সরিয়ে স্কুল শিক্ষাদফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে সত্যজিৎ বর্মণকে। একইসঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়ের জায়গায় নতুন পরিষদীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্য়ায়কে।
নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের সঙ্গে পুরোন মন্ত্রীদের দায়িত্বও কিছু কিছু করে বাড়ানো হয়েছে। ফিরহাদ হাকিমকে শুধুমাত্র পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে রাখা হয়েছে। আবাসনের অতিরিক্ত দায়িত্ব পেলেন অরূপ বিশ্বাস। আবার শিল্প ও বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরের অতিরিক্ত দায়িত্ব গেল শশী পাঁজার হাতে। তাঁর কাছে নারী ও শিশুকল্যাণ দপ্তরের দায়িত্ব ছিল আগেই। মলয় ঘটকের হাতে থাকা পূর্তদপ্তরের দায়িত্ব পেলেন পুলক রায়।
মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন হুমায়ন কবীর, সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোয় প্রত্যাশামতোই বাদ পড়েছেন শিক্ষাদফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। ওয়াকিবহাল মহলের মতে, এবারের মন্ত্রিসভার ছবি দেখে একটা বিষয় স্পষ্ট, মন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে শেষ কথা ভাবমূর্তিই। দুর্নীতির অভিযোগ উঠলে মন্ত্রিত্ব-দলের সদস্যপদ সবই খোয়াতে হবে।