Babul Supriyo: 'সিপিএম জবরদস্তি করে রেকর্ড করিয়েছে', নাসিরুদ্দিনের ভিডিও বার্তাকে কটাক্ষ বাবুলের

Updated : Apr 05, 2022 15:30
|
Editorji News Desk

ভাইঝি তথা বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে ভিডিও বার্তা দিয়েছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এবার সেই প্রসঙ্গেই তাঁকে টুইটে বিঁধলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। টুইটে নাসিরুদ্দিনের প্রশংসা করেও তাঁর প্রশ্ন, 'আপনাকে ভিডিয়োতে এত বিষণ্ণ লাগছে কেন? সিপিএম কি জবরদস্তি আপনাকে দিয়ে ভিডিয়ো রেকর্ড করিয়েছে?' 

নিজের টুইটে বাবুল লিখেছেন, ‘আমরা সবাই নাসিরুদ্দিন শাহকে ভালবাসি এবং সম্মান করি। কিংবদন্তি এবার স্নেহশীল কাকার ভূমিকায়। তাঁর অভিনীত কত ছবিই না দেখেছি। পদ্মশ্রী, পদ্মভূষণও পেয়েছেন।’ এরপরই সিপিএমকে টেনে খোঁচা বাবুলের, ‘কিন্তু দুঃখজনকভাবে ভিডিয়োয় তাঁকে খুবই বিষণ্ণ মনে হয়েছে। মনে হয় সিপিএম ওঁকে জবরদস্তি এটি রেকর্ড করিয়েছে, যদিও তা খুব মিষ্টি ছিল।’

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে ভাইঝি তথা সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের পক্ষে ভিডিও বার্তা দেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এর আগেই সায়রার পক্ষে ভিডিও বার্তা দিয়েছিলেন তাঁর স্ত্রী রত্না পাঠক শাহ। তবে নাসিরুদ্দিনের ভিডিও বার্তা নিয়ে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর টুইট-কটাক্ষ এই বিষয়ে অন্য মাত্রা দিল বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। 

নাসিরুদ্দিন শাহ তাঁর ভিডিও বার্তায় স্পষ্ট করে দেন তিনি রাজনৈতিক কর্মী হিসেবে নন, একজন ব্যক্তি মানুষ হিসেবেই তাঁর এই বার্তা। নাসিরুদ্দিন(Naseeruddin Shah) জানান, ‘‘সায়রা(Saira Shah Halim) যেহেতু আমার ভাইয়ের মেয়ে, তাই খুব ছোট থেকে আমি তাঁকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেশনশীল মানুষ।’’ প্রসঙ্গক্রমে ভিডিও বার্তায় উঠে আসে সায়রার স্বামী তথা বাম নেতা ডঃ ফুয়াদ হালিমের(Fuad Halim) ডায়ালিসিস সেন্টারের কথা। নাসিরুদ্দিনের কথায়, ‘‘ওঁরা দু’জনে দরিদ্র মানুষের জন্য একটি ডায়লিসিস ক্লিনিক চালাচ্ছেন। সর্বদাই ওঁরা দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের পাশে।’’ রাজনৈতিক বিভাজন রুখে দিয়ে বাম প্রার্থীকে জয়যুক্ত করার বার্তা দেন তিনি। 

আগামী ১২ এপ্রিল ভোট। তার আগেই ময়দানের পাশাপাশি নেটমাধ্যমেও জোর টক্করে বাম-তৃণমূল দু-পক্ষ। তবে কী কোথাও একটু হলেও ফিকে গেরুয়া? তা অবশ্য মানতে নারাজ বালিগঞ্জ উপনির্বাচনের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। কিন্তু যেভাবে শাসকশিবিরের পক্ষ থেকে বিজেপির চেয়েও বামেদের বেশি গুরুত্বও দেওয়া হচ্ছে, তাতে কিছুটা হলেও আশাবাদী বাম কর্মী-সমর্থকরা। 

Babul SupriyoBallygungTMCNaseeruddin ShahCPIM

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?