বাগুইআটির দুই নাবালক খুনের মামলায় মূলচক্রী অভিযুক্ত দিব্যেন্দু দাসের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করল বারাসাত জেলা আদালত।
অভিযুক্তের আইনজীবী জানান, খুনের ঘটনায় রাজসাক্ষী হতে চেয়ে গোপন জবানবন্দি দিয়েছিলেন অভিযুক্ত। সেই মতো আদালতে আবেদন দাখিল করা হয়। শুক্রবার সেই আবেদন মঞ্জুর করে আদালত। একইসঙ্গে শুনানিতে চার্জশিটও গঠন করা হয়। আগামী ২৭ এপ্রিল দিব্যেন্দুর সাক্ষ্য গ্রহণ করবে আদালত।
গত বছরের সেপ্টেম্বর মাসে বাগুইআটির দুই কিশোর অতনু দে ও অভিষেক নস্করকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে সত্যেন্দ্র চৌধুরী এবং ঘটনার মূলচক্রী দিব্যেন্দুকে গ্রেফতার করা হয়।
এছাড়াও রবিউল মোল্লা, অভিজিৎ বসু, শামিম আলি, সাহিল মোল্লা নামে আরও চার জনকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরু করে সিআইডি।