পঞ্চায়েত ভোটের দিন কার্যত রণক্ষেত্র বাংলা। হিংসা থামার নাম করছে না কোচবিহারে। ভোট শুরু হতেই সিতাই বিধানসভার একটি বুথে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ৬/১৩০ বড়ভিট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে ভাঙচুর অশান্তির পর, ব্যালট পেপার ছিড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ।
Panchayet Election: ফের নির্বাচনের বলি মুর্শিদাবাদের রেজিনগরের আরও এক তৃণমূল কর্মী, এই নিয়ে জেলায় মৃত ৭
এখানেই থেমে নেই কোচবিহারের হিংসা। দিনহাটার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত জোট সমর্থক। তুফানগঞ্জে তৃণমূল নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে। এখানেই শেষ নয়, অন্য এক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন আলিপুরদুয়ার হাসপাতালে।