১৮ অগাস্টে জাতীয় পতাকা তুলে স্বাধীনতা দিবস পালন করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সাইকেল কমিউনিটি। ১৯৪৭ সালের ১৪ অগাস্ট, বালুরঘাটে উঠেছিল পাকিস্তানের পতাকা। এরপর ১৮ অগাস্ট ভারতের মানচিত্রে অন্তর্ভূক্ত হয় বালুরঘাট, নদিয়ার শিবনিবাস, মালদার ইংরেজবাজারের কিছু অংশ।
১৮ অগাস্ট বালুরঘাট হাই স্কুলের মাঠে পাকিস্তানের সবুজ পতাকা নামিয়ে ভারতের তেরঙা উত্তোলন করেন সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার, বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ সেই হাই স্কুলের মাঠেই পতাকা উত্তোলন করা হয়। বালুরঘাটের ডাঙ্গিতে চারের দশকের শহিদদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়। এই অনুষ্ঠানে যোগ দেন সাইকেল কমিউনিটির সব সদস্যরা।
আরও পড়ুন: ১৫ অগাস্ট নয়, ১৮ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করলেন নদিয়ার এই গ্রামের বাসিন্দারা
১৫ অগাস্ট, ১৯৪৭। স্বাধীন হয়েছিল দেশ। কিন্তু বাংলার সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদের কিছু এলাকায় বিভ্রান্তি ছড়িয়েছিল। ব়্যাডক্লিফ লাইনের ত্রুটিতে বাংলার বেশ কিছু এলাকায় ১৪ অগাস্ট পাকিস্তানের পতাকাও তোলা হয়। এই অংশগুলিকে বলা হত নোশনাল এরিয়া। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ভারতের মানচিত্রে স্বীকৃত হয় এই এলাকাগুলি। বাংলার বেশ কিছু গ্রামে তাই এখনও ১৮ অগাস্ট পালিত হয় স্বাধীনতা দিবস।