দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাথমিক বিভাগে নিয়োগ পেতে চলেছেন ১৮৭ জন হবু শিক্ষক-শিক্ষিকা। শুক্রবারই তালিকা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সোমবার ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সল্টলেক সেক্টর ২-এর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ডাক পেয়েছেন ১৮৭ জন চাকরিপ্রার্থী।
১. টেটের অ্যাডমিট কার্ড।
২. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার আসল অ্যাডমিট কার্ড
৩. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার আসল মার্কশিট ও সার্টিফিকেট
৪. উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পরীক্ষার আসল মার্কশিট ও সার্টিফিকেট
৫. স্নাতক স্তরের মার্কশিট ও সার্টিফিকেট
৬. ভোটার আইডি কার্ড বা আধার কার্ড
৭. পাসপোর্ট সাইজ ছবি
২০১৪ প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগে দায়ের হয় পৃথক ৬টি মামলা। বিশেষজ্ঞ দলের রিপোর্টেও সাফ জানিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল। নম্বর বাড়ে একশো সাতাশি জনের। ভুল স্বাকীর করেও শূন্যপদ না থাকায় নিয়োগ করা সম্ভব নয় বলে যুক্তি খাড়া করে পর্ষদ। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ধোপে টেকেনি সেই সওয়ালও। আদালত নির্দেশ দেয় প্রয়োজনে শূন্যপদ তৈরি করে তিন দফায় ১৮৭ জনকে নিয়োগ করতেই হবে।