বুধবার রাতেই ক্লোজড করা হল তাহেরপুর থানার (Taherpur Police Station) ওসি অভিজিৎ বিশ্বাসকে (Abhijit Biswas)। বুধবার ফলঘোষণার পরই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নদিয়ার ১০টি পুরসভার মধ্যে তাহেরপুর দখল রেখেছে বামেরা।
সিপিএম ও বামদলগুলোর দাবি, তাহেরপুরে জয়ের ফলেই এলাকার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের বক্তব্য, এর সঙ্গে পুরভোটের কোনও সম্পর্ক নেই। প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী সরানো হয়েছে ওসি অভিজিৎ বিশ্বাসকে। বুধবার গণনাপর্ব শেষ হওয়ার পর রাত সাড়ে নটা নাগাদ তাহেরপুরের ওসির কাছে সরকারি নির্দেশ আসে। তাঁর পরিবর্তে তাহেরপুরে এসেছেন নদিয়ার ধানতলা থানার ওসি অমিতোষ রায়।
আরও পড়ুন: বিজেপি 'মিথ্যাবাদী' দল, ভুল শুধরে ভোট বাড়াচ্ছে সিপিএম, জানালেন অনুব্রত
ঘটনার জেরে তাহেরপুর নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে জানান, "ওই পুলিশ অফিসার বামেদের রুখতে পারেননি। সেই কারণেই তাঁকে শাস্তি পেতে হল।" রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মতে, "তৃণমূল জমানায় ওসি, বিডিওরাই মূলত ব্লক সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। এ ক্ষেত্রে তাহেরপুরে তৃণমূলের পরাজয়ের দায় ওসিকেই নিতে হল।"