দিন দুয়েক আগে বাংলাদেশের আর্থিক তছরুপের মামলায় ছ'জনকে গ্রেফতার করেছিল ইডি, মঙ্গলবার সকালে সেই মামলায় গ্রেফতার হওয়া ছ'জনকে বেনসন কোর্টে নিয়ে যান বাংলাদেশের আধিকারিকরা।
এ যেন বাংলাদেশের (Bangladesh) ‘নীরব মোদী!’ জালিয়াতি করেছিল বাংলাদেশে, ধরা পড়ল পশ্চিমবঙ্গে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাজার কোটি টাকা প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত হালদার, তার ভাই পৃথ্বীশ হালদার সহ ৬ জনকে শনিবারই গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
একটি ভুয়ো কোম্পানি দেখিয়ে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাংলাদেশী মুদ্রায় হাজার কোটি টাকা তোলে মূল অভিযুক্ত প্রশান্ত হালদার। অভিযোগ, এরপর সেই টাকা হাওয়ালা মারফত এসে পৌঁছেছিল পশ্চিমবঙ্গে। এমনই তদন্তে উঠে আসে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে। সেই তথ্য দিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে চলতি মাসে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে। এরপরই ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের থেকে আসা টাকার উৎস খুঁজতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED)।
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, এই অভিযুক্তদের মাধ্যমেই টাকা ভারতে এসে পৌঁছত। এদের পিছনে অন্য কোনও প্রভাবশালী ব্যক্তির যোগ আছে কিনা সেটা তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।