কোটি কোটি টাকা ও সোনা ও হিরের গয়না উদ্ধারের পর এবার হাওড়ার শিবপুরের অভিজাত আবাসনের ফ্ল্যাটে হানা ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার। রবিবার পুলিশ আধিকারিকরা ফ্ল্যাটে গিয়ে দেখেন, দরজা তালাবন্ধ। তদন্তকারীরা এরপর নকল চাবি দিয়ে তালা খুলে তল্লাশি অভিযান চালান।
রবিবার বেলার দিকে আবাসনের সামনে একটি গাড়ি থেকে কোটি কোটি টাকা, সোনার গয়না উদ্ধার করা হয়। পাওয়া গিয়েছে হীরের গয়নাও। পুলিশ সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানার অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায় পুলিশ। ষড়যন্ত্র, চিটিংবাজি সহ একাধিক অভিযোগ উঠে আসে।হাওড়ার শিবপুর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা, গয়না।
আরও পড়ুন: রাজ্যে ৬ বছরের রেকর্ড ভাঙল ডেঙ্গি, গত সপ্তাহে আক্রান্ত সর্বাধিক
তদন্তকারীদের দাবি, বেশ কয়েকদিন ধরেই বেসরকারির ব্যাঙ্কের একটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন চলছিল। তা দেখে সন্দেহ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের। পুলিশকে জানানো হয়। ব্যাঙ্কের দেওয়া তথ্য নিয়েই তদন্তে নামে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা ও সাইবার ক্রাইম বিভাগ। ওই অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করে দেওয়া হয়। অ্যাকাউন্ট মালিক শৈলেশ পাণ্ডার ব্যাপারেও খোঁজখবর নেওয়া শুরু হয়। এরপরই রবিবার আবাসনের ফ্ল্যাটে হানা দেন তদন্তকারীরা।