সন্ন্যাস জীবন থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন। তারপরেই গ্রামের লোকের কাছে 'বিনা পয়সার মাস্টার' হিসেবে খ্যাতিলাভ করেছেন বাঁকুড়ার রাজর্ষি চৌধুরী ।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং স্নাতক হওয়ার পর চাকরি করেননি। সংসার ছেড়ে বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন বাঁকুড়া সোনামুখী ব্লকের বোন্দলহাটি গ্রামের বাসিন্দা রাজর্ষি চৌধুরী।
ছোট থেকেই আধ্যাত্মবাদকে আঁকড়ে ধরেছিল তিনি। বড় হওয়ার পর স্বাচ্ছন্দের জীবনকে পরিত্যাগ করে আধ্যাত্মবাদে ব্রতী হয়ে দীর্ঘ কয়েক বছরের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে জীবন কাটান। কিন্তু গভীর শারীরিক ব্যাধি তাঁকে ফিরে আসতে বাধ্য করে সাংসারিক জীবনে। সন্ন্যাস থেকে সাংসারিক জীবনে প্রত্যাবর্তন করেন।
আরও পড়ুন - এক রাতে ১৫০ বোমা ! ৪০ বাড়ি ভাঙচূর, তৃণমূল গোষ্ঠী কোন্দলের অভিযোগ বীরভূমের যশপুরে
কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সংসার জীবনে ফিরে নিজেকে গ্রামের লোকের কাছে 'বিনা পয়সার মাস্টার' হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামের নতুন প্রজন্মের ছেলেদের কাছে তিনি খুব প্রিয় মানুষ হয়ে উঠেছেন, কারণ তিনি সকলকে শিক্ষা দিয়েই চলেছেন পাঠশালায় একেবারেই বিনা পয়সায়।