মায়াপুর ইসকনে মহাসমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা | দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয়েছে ইসকন মায়াপুরের শাখাকেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে| শাস্ত্র মতে, জ্যৈষ্ঠমাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেব| এই তিথিকেই জগন্নাথের আবির্ভাব দিবস ধরা হয় | সকাল থেকেই মায়াপুরে ভক্তদের ঢল|
স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নান বেদীতে আনা হয়। ভক্তরা দুধ জল ঢেলে স্নান করান বিগ্রহদের| এরপর বিরাট কড়াইতে তৈরী হয় ভোগ| স্নান যাত্রার পর, ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণও করা হয়েছে |
কথিত আছে, এরপর জ্বর আসে তিন ভাই বোনের| জ্বর সারাতে দয়িতাপতিরা ওষুধ, পথ্য অর্থাৎ মিষ্টি রসের পানা বিশেষ পাচন ও নানা ধরনের মিষ্টান্ন ভোগ দেন।