নিজের বাড়িতে আয়কর আধিকারিকদের তল্লাশির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস। তাঁকে ভর্তি করা হয়েছে নিজেরই নার্সিংহোমে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছে বিধায়কের।
আয়কর দফতর সূত্রের খবর, রাতভর তল্লাশি চলবে। এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে ৭২ লক্ষ টাকা। ইতিমধ্যেই তদন্তকারীদের জন্য কম্বল, বালিশ নিয়ে যাওয়া হয়েছে বিধায়কের বাড়িতে।
বুধবার সকাল ৬টা নাগাদ বাইরনের ল বাড়িতে যান আয়কর আধিকারিকেরা। দুপুর ১০টা নাগাদ নথি পরীক্ষা এবং জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। এরপরেই অসুস্থ বোধ করতে থাকেন বাইরন। প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসকদের নিয়ে আসা হয়। সন্ধ্যার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ৯টা নাগাদ বাইরনকে তাঁর নিজের নার্সিংহোমে ভর্তি করা হয়।
বায়রন ছাড়াও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। বিধায়কের বিড়ি কারখানা, স্কুল ও হাসপাতালেও তল্লাশি করা হয়।