Sealdah Station: শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি BJP-র, নতুন নাম কী হতে পারে? জানুন

Updated : Oct 02, 2024 21:27
|
Editorji News Desk

এবার শিয়ালদহ স্টেশনের নাম পরিবর্তনের দাবি জানাল বঙ্গ বিজেপি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

বুধবার সকালেই কলকাতায় আসেন অশ্বিনী বৈষ্ণব। একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন রেলমন্ত্রী সূচনা করেন আজিমগঞ্জ-কাশিমবাজার এবং কৃষ্ণনগর-আজিমগঞ্জ ট্রেনের। একইসঙ্গে রাধিকাপুর থেকে নয়াদিল্লি পর্যন্ত রেল পরিষেবারও উদ্বোধন করেন তিনি। এছাড়াও শিয়ালদহ স্টেশন চত্বরে রেল কোচ রেস্টুরেন্টেরও উদ্বোধন করেন মন্ত্রী। 

আজকের ওই অনুষ্ঠানে রেলমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য সহ একাধিক BJP সাংসদ। সেখানেই নাম পরিবর্তনের দাবি তোলেন শমীক ভট্টাচার্য। 

এবিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি, শিয়ালদহ স্টেশনের সঙ্গে একাধিক ইতিহাস জড়িয়ে রয়েছে। মানুষ সবকিছু হারিয়ে শিয়ালদহ স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। আর তাঁদের আশ্রয় দেওয়া হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে। সেইকারণে শিয়ালদহ স্টেশনের নাম বদল করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার দাবি জানানো হয়েছে। 

১৮৬২ সালে চালু হয়েছিল শিয়ালদহ স্টেশন। তারপর ১৮৬৯ সালে তৈরি হয়েছিল স্টেশন বিল্ডিং। সেই সময় থেকেই শিয়ালদহ নাম ছিল। তবে এবার নাম বদলের দাবি তুলল রাজ্য BJP। 

অন্যদিকে রাজ্যে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রেলমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় সরকার  ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। এর ফলে রেল পরিষেবায় রাজ্যে অনেক উন্নতি হবে। দ্রুত কাজ শুরু হতে পারে। কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।   

একইসঙ্গে মেট্রো রেল নিয়ে রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে কটাক্ষ করেন রেলমন্ত্রী। তাঁর বক্তব্য, ১৯৭২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাত্র ২৮ কিলোমিটার মেট্রো পরিষেবা দেওয়া হত। কিন্তু তারপর ১০ বছরে নতুন করে ৩৮ কিলোমিটার মেট্রো রেলপথের কাজ শেষ হয়েছে। কেন্দ্রের তৎপরতায় এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। 

Sealdah

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন