কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বেনিয়মের অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার টুইটে করে ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকাও প্রকাশ করেছেন তিনি। কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, গৌরবঙ্গ, বর্ধমানের মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে তালিকায়।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল টুইট করেছেন , “সুনির্দিষ্ট আদেশ অমান্য করে, আচার্যের অনুমতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই এই নিয়োগ হয়েছে। এই নিয়োগের কোনও আইনি অনুমোদন নেই। এই সিদ্ধান্ত শীঘ্রই প্রত্যাহার না করা হলে ব্যবস্থা নিতে বাধ্য হতে হবে।”
এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যপালকে একহাত নিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, “রাজ্যপালের আনুষ্ঠানিক সিদ্ধান্ত কবে থেকে টুইটের মাধ্যমে জানানো হচ্ছে?। আপনি একটি সাংবিধানিক পদকে উপহাসযোগ্য করে তুলেছেন।”