বৈষ্ণবঘাটা পাটুলিতে (Baishnabghata Patuli) ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল একজনের,আহত ৪। বাঘাযতীন ফ্লাইওভারের দিক থেকে গড়িয়ার ঢালাই ব্রিজের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা মারে একটি গাড়ি।
দুর্ঘটনায় আহতদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক জনের মৃত্যু হয়। গাড়ির বাকি চার আহতর অবস্থা গুরুতর ।
আরও পড়ুন: মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনার বলি বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭
দুর্ঘটনার খবর পেয়েই চলে আসেন গড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিক অনুমান, মদ্যপ অবস্থায় অত্যন্ত দ্রুতগতিতে বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তবে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিহত এক যাত্রী বং বাকি চারজন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের হোটরের বাসিন্দা বলে জানা গেছে। তাঁরা শোভাবাজারের দিকে থেকে আসছিলেন।